প্রকাশিতঃ শুক্রবার, মার্চ ১, ২০১৯ পঠিতঃ 1513890
শরীফুল বাবু, কপোতাক্ষ ডেস্কঃ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কপোতাক্ষ নিউজে "কারাগার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এহসান হাবিব সুমন এর খোলা চিঠি" শিরোনামে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এহসান হাবিব সুমনের সাথে পুলিশের মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদ ও বিধবা মায়ের স্বপ্ন ভাঙ্গার কান্না নিয়ে সংবাদ প্রকাশ করার পত মুহুর্তের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগে। একে একে শেয়ার কমেন্ট এর মাধ্যমে প্রতিবাদ জানায়, এইভাবে নজর কাড়ে রাজনৈতিক মহলের, নজরে পড়ে নড়াইল-১ আসনের সংসদ কবিরুল হক মুক্তি এমপি'র। তিনি তার ফেসবুকে যেটি লিখছেন সেটি কপোতাক্ষ নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নড়াইলের ছেলে এহসান হাবিব সুমনের "জেল থেকে বলছি" চিঠি টা পড়ে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটা যেন কোন সিনেমার গল্প কিন্তু তার লেখার কাহিনী পুরোটাই ছিল বাস্তবিক। যখন কাহিনীটা পড়লাম তাৎক্ষণিক ভাবে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, কাল সকালে হয় তো ছেড়ে দিবে তাকে।
পুলিশকে সাধারণত জনগণের বন্ধু বলা হয়ে থাকে। তারা সেভাবেই দায়িত্ব পালন করে। কিন্তু প্রশাসন থেকে এধরণের কাজ জনগণ কখনও প্রত্যাশা করে না। কখনও সুষ্ঠ তদন্ত না করে একজন নিরপরাধী ব্যক্তি কে হাতকড়া লাগাবেন না কারণ জনগণ কখনও প্রশাসন থেকে এমনটা প্রত্যাশা করে না। একটা ভুল একজন মানুষের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। সুতরাং যে কোন ঘটনা, ঘটনাস্থলে যেয়ে আগে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে তদন্ত করবেন। শুভ কামনা রইল তোমার জন্য।
আরও পড়ুন>>>> কারাগার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এহসান হাবিব সুমন এর খোলা চিঠি
শরীফুল বাবু /