প্রকাশিতঃ শনিবার, নভেম্বর ৯, ২০১৯ পঠিতঃ 80514
কালো মেয়ের আলো'
------ কাজী আবু তাহের
সবায় যারে ভালো বলে
সে বলে তুমি তার চেয়েও ভালো
কালো মেয়ে, ছড়িয়ে পড়ুক সবার মাঝে
তোমার গুণের আলো ।
সাধারণে তুমি অতি অসাধারণ
পরিচ্ছন্ন ও নির্মল তোমার মন
কর্মে, বাচনে ও আচরণে যেন
তারই নিত্য প্রতিফলন ।
কালো বর্ণে এমন রূপ হয়নি দেখা আগে
লাবণ্য যে দ্যূতি ছড়ায় তোমার সারা দেহে
কালো মেয়ে, তোমার আলো দেখি
মুগ্ধচোখে গভীর অনুরাগে ।
তোমার মায়াভরা মুখ দেখে
কাটে আমার মায়াবী প্রহর
জানি, তুমি আমার কেউ নও
তবুও মনে হয় তোমাকেই যেন
খুঁজেছি আমি সারাটা জীবনভর ।
---- ০৮/১১/২০১৯
(কাহিনী- কাল্পনিক, ছবি- সংগৃহীত)
সোলায়মান শিপন / সোলায়মান শিপন