প্রকাশিতঃ মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯ পঠিতঃ 46683
প্রথম স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগকে হারিয়ে অপরাজিতভাবে এবারের আসর শেষ করেছে খুলনা বিভাগ। শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেই শিরোপা পুনরুদ্ধার করেছে তারা।
২০১৫-১৬ থেকে ২০১৭-১৮, টানা তিন মৌসুম জাতীয় লিগের শিরোপা জেতা খুলনা গত মৌসুমে শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছিল রাজশাহীর কাছে। আবার ট্র্যাকে ফিরে এসেছে খুলনা, শেষ রাউন্ডে ঢাকাকে হারিয়ে ৭ম বারের মতো জাতীয় লিগের শিরোপা জিতেছে তারা। এ রাউন্ডে ড্র করলেই চলতো তাদের, নাটকীয় শেষ দিনে এসে তারা হারিয়েই দিয়েছে ঢাকাকে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে খুলনার বিপক্ষে ২৭৯ রানে অলআউট হয় ঢাকা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানের ১৫০ রানের অপরাজিত ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় খুলনা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ রানে লিড নেয় ঢাকা বিভাগ। তারা সংগ্রহ করে ৫ উইকেটে ১০২ রান।
চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রাকিবুল অপরাজিত থাকলেও আরাফাতের ৫৩ রান করে বিদায়ের পর একের পর উইকেট হারাতে থাকে ঢাকা। শতক থেকে এক রান দুরে থাকতে রান আউট হয়ে ফিরেন রাকিবুল। ঢাকা অলআউট হয় ২১৬ রানে।
জবাবে ১১৭ রানের ছোট লক্ষ্য খুলনা পেরিয়ে যায় ২৫.৪ ওভারেই। ৭৬ বলে অপরাজিত ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন এনামুল হক বিজয়। দেড়শ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন খুলনার উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ২৭৯
খুলনা বিভাগ প্রথম বিভাগ: ৩৭৯
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস: (আগের দিন ১০২/৫) ৮৬.৩ ওভারে ২১৬ (রকিবুল ৯৯, আরাফাত ৫৩, অনিক ০, নাজমুল ০, শহিদ ০*; জিয়াউর ৫/৪৪, রুবেল ০/৩, মইনুল ১/৪০, নাহিদুল ২/৭৪, টিপু ০/৩৭, রবিউল ০/৬)
খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ১১৭) ২৫.৪ ওভারে ১১৭/১ (এনামুল ৭৯*, রবিউল ২, অমিত ৩৩*; নাজমুল ১/৪৯, শুভাগত ০/২১, শহিদ ০/১৯, উত্তম ০/১৬, মজিদ ০/১০)
ফলাফল: খুলনা বিভাগ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: নুরুল হাসান সোহান।
ইসরাফিল হোসেন / ইসরাফিল হোসেন