প্রকাশিতঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২০ পঠিতঃ 160650
আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি !
আসাদুজ্জামান আসাদ।।
সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে দেশের একজন প্রতিমন্ত্রী তার এলাকার একজন ভিন্নমতাবলম্বী ব্যাক্তিকে রাতের অন্ধকারে হাত-পা ভেঙ্গে দিতে তার একজন ক্যাডারকে নির্দেশ দিচ্ছেন। এ-কাজে তিনি উক্ত ক্যাডারকে টাকা দেয়ার প্রস্তাবও দিচ্ছে!
দেশের সকল সাধারণ মানুষ'কে অনুরোধ করছি আপনারা বিষয়টি ভাবুন, কোথায় আছি কিংবা কোন দিকে যাচ্ছি আমরা! এটাই কি বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ! এরাই'কি বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক নেতা,এদের হাতে দেশ কতটা নিরাপদ! দেশ ও জনগণের স্বার্থে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সদ্য সাবেক স্বাস্থ অধিদপ্তরের ডিজি রাজাকার পুত্র আবুল কালাম আজাদের গাড়িচালক আবদুল মালেকের ঢাকায় একটি দশ তলা বাড়ি,দুটি সাত তলা বাড়ি, চব্বিশ'টি ফ্লাট সহ ব্যাংকে কোটি কোটি নগদ অর্থের সন্ধান পাওয়া গেছে।
এমন ভয়বহ দুর্নীতির ঘটনা কিভাবে সম্ভব হলো তা জানতে সাবেক ডিজি'কে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য উদ্ধার অতি জরুরি। এছাড়া তদন্ত সাপেক্ষে উক্ত মালেকের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে নেয়ার দাবি জানাচ্ছি।
লেখক,
আসাদুজ্জামান আসাদ মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক ও খ্যাতিমান লেখক।
শাহ্ জালাল /