প্রকাশিতঃ বুধবার, ডিসেম্বর ১৬, ২০২০ পঠিতঃ 22113
কপোতাক্ষের স্মৃতি
আব্দুস সালাম মুর্শেদী
কপোতাক্ষ বহিতো সদা ছিলো যৌবন
তোমারই কুলে বসিতো মধুসূদন।
তোমার জলের ওই কলকল সুর
কবির বুকেতেও লাগে রে সুমধুর।
তোমার কুলে থাকা কাঠবাদাম তলে
কবির মন চায় বসিতে কত ছলে।
সাথী ছিলে কবির শৈশবের সময়
রাখতে কোলে মায়ের মতো মমতায়।
তাই তো যে বিদেশ পানে রয়েও কবি
বুকে আগলে রেখেছে তোমারই ছবি।
পরদেশের স্বাদে তিক্ত মধুসূদন
যেনো নদের বুকেই রেখে গেছে মন
নিজ ভাষা,নিজ মাটি, নিজ এই নদ
শেষে এসে বুঝলেন এটায় সম্পদ।
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ / কামরুজ্জামান রাজু