প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ৯, ২০২১ পঠিতঃ 15876
কঠিন প্রেম
কবিরুল ইসলাম ( মুন্না কবির)
ওগো মোর প্রিয়া,
হঠাৎ শুনলাম তুমি পৃথিবীতে নেই।
আমাকে ফেলে তুমি চলে গেছো-
পৃথিবী থেকে বহু দূরে।
আজ আমি কি নিয়ে থাকবো?
কি নিয়ে বাঁচবো,কে ডাকবে?
ওগো প্রিয়, প্রেমের সুরে সুরে।
ওগো মোর প্রিয়া,
তুমি তো সেই প্রিয়া।
যে সারাক্ষণ আমার পাশে বসে,
হৃদয় ভরে দিত,দিতো সুখের আশা।
তুমি তো সত্যিই প্রেমিকা, তুমি কখনো করোনি।
আমার সাথে, মিথ্যা ও ছলনাময়ী ভালবাসা।
ওগো মোর প্রিয়া,
তুমি আমার ভালোবাসা, তুমি অপরূপা।
তুমি ছিলে দুষ্ট,ছিলে মায়াবী নারী।
তুমি খোদার অপরুপ সৃষ্টি।
আমার প্রথম প্রেম।
তোমায় কি ভুলতে পারি!
ওগো মোর প্রিয়া,
দেখলাম তোমার কোমল হৃদয়ে,
আতর,গোলাপ, দিয়ে সাজানো।
তুমি আছো ঘুমিয়ে,দেখছে কত লোকজন।
দেখে হৃদয় কেঁপে উঠলো আমার!
তুমি যাচ্ছ,নিঃশব্দ ঘরে, শুধু একা!
সঙ্গে নিয়ে যাচ্ছ,এক টুকরো সাদা কাফন।
(সংক্ষিপ্ত)
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ / মোঃ আলাউদ্দিন