প্রকাশিতঃ মঙ্গলবার, জানুয়ারী ১২, ২০২১ পঠিতঃ 34020
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) থেকেঃ কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে পৌর শহরের চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর শহরের চিংড়া মোড় এলাকায় ভাগ্যকুল মিষ্টান ভান্ডারে ওজনে কম দেওয়ার অপরাধে দোকান কর্মচারি নব কুমারকে ৫ হাজার টাকা, চিংড়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক উদয় দত্তকে একই অপরাধে ৩ হাজার টাকা, হাসপাতাল সড়কের মেসার্স এম.জামান এন্টারপ্রাইজে রড পরিমাপ করার ম্যাশিনের বিএসটিআই এর সনদ না থাকার অপরাধে মালিক মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা এবং অপর রড ব্যবসায়ী আলমগীর হোসেনকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় ওই ৪ ব্যবসায়ীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোঃ অলিয়ার রহমান / মোঃ আলাউদ্দিন