প্রকাশিতঃ শুক্রবার, জানুয়ারী ১৫, ২০২১ পঠিতঃ 9450
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করেছেন বিদ্রোহী প্রার্থীর লোকজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- ৪ নম্বর নুরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান (৪৫) ও তার ভাগ্নে আরিফ হোসেন (৩০)। রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অভিযোগ, নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থকেরা তাদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, হামলার শিকার ব্যক্তিরা ও হামলাকারীরা আপন চাচাত ভাই। একপক্ষ নৌকার সমর্থক, অন্যপক্ষ নারিকেল গাছের সমর্থক। এটা শোনা যাচ্ছে।
ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে প্রকৃত ঘটনা বলা যাবে। সেইসঙ্গে তখন আইনগত ব্যবস্থাও গ্রহণ করা যাবে।
সোমেন মন্ডল / কামরুজ্জামান রাজু