প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ১৬, ২০২১ পঠিতঃ 12474
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শুরু হয়েছে রাজশাহীর তিনটি পৌরসভায় ভোটগ্রহন। যদিও বাঘার আড়ানীতে নির্বাচনের আগে কিছু অপ্রিতিকর ঘটনা ঘটেনি। শনিবার সকালে আড়ানীর মোনমোহিনী কেন্দ্রে পরিদর্শনে আসেন, আওয়ামীলীগের প্রার্থী শহিদুজ্জামান শহিদ।
এসময় তিনি সাংবাদিকদের জানান, ভোট কেন্দ্রের পরিবেশ শান্ত। আমি সাধারণ ভোটারদের আস্তত্ব করেছি, তারা নির্ভয়ে কেন্দ্রে এসেছেন।
ছয় নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মনসর আলী বলেন, কেন্দ্রের সার্বিক অবস্থা সুষ্ঠ। এছাড়া এই কেন্দ্রে মোট ভোটার ২১৫৬ জন।
তিনি আরও বলেন, সকাল ৯টায় ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
প্রসঙ্গত, পৌরসভার গোদাগাড়ীর কাকনহাট, বাগমারার ভবানীগঞ্জ ও বাঘার আড়ানীতে নির্বাচন চলছে।
সোমেন মন্ডল / কামরুজ্জামান রাজু