প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ১৬, ২০২১ পঠিতঃ 24192
কেশবপুর (যশোর) প্রতিনিধি: সমবায় শক্তি, সমবায় মুক্তি এ প্রতিপাদ্যে কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি স.ম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কালব লিমিটেডের গ অঞ্চলের পরিচালক আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, যশোর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক, কালব’র যশোর জেলা ব্যবস্থাপক আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আফসার উদ্দীন, সহ-সভাপতি কাকলী রাণী দাস, ট্রেজারার নাজমূল হুদা বাবু, কালব’র কেশবপুরের ব্যবস্থাপক রমা অধিকারী প্রমুখ।
সাধারণ সভায় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি স.ম কামরুজ্জামান। এ সংগঠনে প্রায় ৪শ সদস্য রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সঞ্চয়কারী সদস্য হিসেবে পুরস্কার পান পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক মাহাবুবুর রহমান ও সর্বোচ্চ আমানতকারীর পুরস্কার পান কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক পাপিয়া চক্রবর্ত্তী।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু