প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ১৬, ২০২১ পঠিতঃ 28728
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর) থেকেঃ কেশবপুরে প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাংকার্স এসোসিয়েশন ১৮ রানে উপজেলা পরিষদ ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। শনিবার কেশবপুর শহরের পাবলিক ময়দানে ওই খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাংকার্স এসোসিয়েশন নির্ধারিত ১৬ ওভারে পলাশ মন্ডল ও আক্তারুজ্জামানের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করতে সক্ষম হয়। তবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে স্বল্প রানে আটকানো সম্ভব হয়। সংক্ষিপ্ত স্কোর: পলাশ মন্ডল ৪১ রান, আক্তারুজ্জামান ১৭ রান। এম এম আরাফাত হোসেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে উপজেলা পরিষদ ক্রিকেট একাদশের। ব্যাংকার্স এসোসিয়েশনের আক্তারুজ্জামানের অসাধারণ বোলিংয়ে ক্রিজে কোন ব্যাটসম্যান থিতু হতে না পারায় নির্ধারিত ওভারের মধ্যে ১০৮ রানে অলআউট হয়ে যায় তারা। সংক্ষিপ্ত স্কোর: ডাক্তার ওয়াসিম ২৬। আক্তারুজ্জামান ৩ উইকেট।
খেলায় অলরাউন্ডিং পারফরম্যান্স করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্যাংকার্স এসোসিয়েশনের আক্তারুজ্জামান। সেরা ফিল্ডার নির্বাচিত হন আলাউদ্দিন খান বাবু।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু