প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ২৩, ২০২১ পঠিতঃ 46305
মুক্ত দেশে চলতে পারিনা বাঁধা পড়ে করি চিৎকার,
স্বাধীন দেশের পরিনতী দেখে বিবেক যে দেয় ধীক্কার।
অট্টলিকায় থেকে কেউ বলে দেশে আছি মোরা বেঁশ,
অযত্নে আর অবহেলায় থাকা লোকটির নেয়না কেউ খোঁজ।
মুক্ত দেশে চায় যে আমি চলতে হেঁসে-খেলে,
লাল-সবুজের পতাকা বুকে মরতে চায় বীর বেসে।
দেশের কথা ভাবলে যে আজ শীউরে উঠে গাঁ,
দেশটা লুটে খাচ্ছে যারা বলছে তারা বাহ্।
বঙ্গবন্ধু তোমার কথা আজ, পড়ছে অনেক মনে,
জীবন দিয়ে দেশটা তুমি রেখে গেলে কার সনে,
টাকার কাছে বিক্রি আজ সকল মানবতা,
মূর্খ-কৃষক বলে উঠে আজ এই বুঝি স্বাধীনতা।
হয় ত্রাণ চুরি, চাল চুরি, গরীবের ধন চুরি,
পেটে লাথি মেরে বলে তোদের পাশে আছি আমি,
অল্প টাকায় হয়না কাজ বললে কথা সর্বনাশ,
অন্ধরা বলে আছি মোরা বেঁশ, দেখিনা তোমার বাংলাদেশ।
চাই যে আমি স্বাধীন দেশের মুক্ত হাওয়ার রেশ,
বলবো আমি ধন্য হলাম বাংলাদেশে জন্মনিয়ে বেঁশ।
বঙ্গকন্যা তোমার হাতে যতদিন এই দেশ,
নিসন্দেহে বলতে পারি পথ হারাবে না বাংলাদেশ।
ইকরামুল হোসেন / কামরুজ্জামান রাজু