প্রকাশিতঃ বুধবার, জানুয়ারী ২৭, ২০২১ পঠিতঃ 27594
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
প্রতি বছরের ন্যায় কুমিল্লার মুরাদনগরে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে হযরত কাজী শাহ মোফাজ্জল হোসেন জমির শাহ মস্তান (রঃ)প্রকাশ্যে হযরত জমির শাহ মস্তান (রঃ)এর তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক।
আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারী মুরাদনগর মধ্যপাড়া হযরত জমির শাহ মস্তান (রঃ)এর মাজারে ভক্ত আশেকানদের নিয়ে তিনদিন ব্যাপী এই বাৎসরিক ওরশ মোবারক পালন করা হবে।
এ ব্যপারে মাজারের খাদেম কে এম শারফিন শাহ জানান, মাজারের আলোকসজ্জাসহ ওরশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এরই মধ্যে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আশেকানরা চলে এসেছেন। জমির শাহ মস্তান (রঃ)এর পবীত্র ওরশে শরীফে ভক্তবৃন্দসহ সবাইকে অংশ গ্রহন করার জন্যও দাওয়াত প্রদান করেন শারফিন শাহ ।
সফিকুল ইসলাম / সফিকুল ইসলাম