প্রকাশিতঃ বুধবার, জানুয়ারী ২৭, ২০২১ পঠিতঃ 125118
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) থেকেঃ
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন নির্দেশে মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরূপ কুমার বসু, আজিজুর রহমান, আশরাফুল, লিখন সরকার, তাপস কুমার, সহকারী উপ-পরিদর্শক শেখ রহমত, ফিরোজ হোসেন, বিপুল ও মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী মূলগ্রামের ভাদরী দাসের ছেলে সাগর দাস (১৮), সাগরদাঁড়ি গ্রামের হোসেন আলীর ছেলে আমিনুর রহমান (৪২), শেখপুরা গ্রামের রহমান শেখেরে ছেলে মামুন হাসান (৩২), প্রতাপপুর গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে আবুল কাসেম সানা (৬০), আবুল কাসেম সানার ছেলে মিলন হোসেন (৩৫), ভান্ডারখোলা গ্রামের মৃত তাছের আলীর ছেলে আব্দুল মান্নান গাজী (৫২), সাবদিয়া গ্রামের মানিক মোড়লের ছেলে মিন্টু (৪৭), পাথরা গ্রামের মৃত নিরাঞ্জন কুমার রায়ের ছেলে অসীত কুমার রায় (৩৮) ও সুজাপুর গ্রামের রঞ্জিত দাসের ছেলে অশোক দাসকে (৪০) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে বুধবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ অলিয়ার রহমান / মোঃ আলাউদ্দিন