প্রকাশিতঃ শনিবার, ফেব্রুয়ারী ৬, ২০২১ পঠিতঃ 81081
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান সাগর হোসেন সোহাগ।
গত ৩১জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য পদে সাগর হোসেন সোহাগ কে সহ-সভাপতি হিসাবে মনোনীত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এই মেধাবী শিক্ষার্থী ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এ ব্যাপারে সাগর হোসেন সোহাগ বলেন সাংবাদিকদের বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত করাতে গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোঃ মাহাবুবুর রহমান (মাহাবুর) / মোঃ মাহাবুবুর রহমান (মাহাবুর)