প্রকাশিতঃ রবিবার, ফেব্রুয়ারী ২১, ২০২১ পঠিতঃ 33831
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর) থেকেঃ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, জেলা পরিষদ যশোর, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, প্রাথমিক শিক্ষক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মধু খেলাঘর আসর, এসএসসি ১৯৮৬ ব্যাচসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এদিন সুর্যোদয়ের সাথে সাথে কেশবপুরের সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
সকাল ৮টায় উপজেলা শিশু একাডেমি ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দিবসটি উপলক্ষে শিশুদের একুশের গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, একুশের কবিতা আবৃত্তি করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
এদিকে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করেন। পরে কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন, সংগঠনের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ। এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।
উপজেলার বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া সার্বজনীন হরিতলা মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের সভাপতি অনিল কুমার দাসের সভাপতিত্বে ও শিক্ষক শংকর দাসের পরিচালনায় গীতা পাঠ ও কবিতা আবৃত্তি করা হয়। এখানে শিশুদের মধ্যে মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু