প্রকাশিতঃ সোমবার, ফেব্রুয়ারী ২২, ২০২১ পঠিতঃ 57267
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে যৌতুক লোভী স্বামীর নির্যাতনে শিল্পী খাতুন নামে এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ তার স্বামী সামরুল মোল্লার নামে রোববার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাল্লুকঘর গ্রামের মৃত সামছের মোল্লার ছেলে সামরুল মোল্লার (৪৬) সাথে ২২ বছর আগে শিল্পী খাতুনের (৪০) বিয়ে হয়। তাদের সংসারে ৪টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরে তার স্বামীকে নগদ অর্থ, স্বর্ণালংকার, গবাদী পশুসহ প্রয়োজনীয় মালামাল দেয়। সবমিলিয়ে যার পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। পরে মোটরসাইকেল কেনার জন্য বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক আনতে বললে অপারগতা জানালে বিভিন্ন সময় তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। যৌতুক এনে না দেওয়ায় সে আরও ২টি বিয়ে করে তার ও মেয়েদের ঠিকমতো দেখভাল করে না। এমতাবস্থায় রোববার দুপুরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে গোলমাল করে তাকে বসত ঘরে আটকে চুলের মুঠি ধরে দরজার কাঠের হাক (হুড়কো) দিয়ে তার দুই হাত ও পায়ে, মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে ফুলা জখম করে। মারপিট করার একপর্যায়ে তার ডাকচিৎকারে পাড়াপ্রতিবেশি ছুটে এসে ঠেকিয়ে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে তার স্বামী সামরুল মোল্লার সাথে কথা হলে তিনি জানান, তাকে লাঠি দিয়ে মারপিট করিনি। পারিবারিক কলহের কারণে হাত দিয়ে চড়-চাপড় দিয়েছি।
কেশবপুর থানার ডিউটি অফিসার রবিউল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু