প্রকাশিতঃ বুধবার, ফেব্রুয়ারী ২৪, ২০২১ পঠিতঃ 72009
অধরা স্বাধীনতা
দুর্ভাগ্য, আমি জয়নুল আবেদিনের হাতে জীবন্ত হতে পারিনি।
আমি তেতাল্লিশের দুর্ভিক্ষে কোনমতে বেঁচে যাওয়া এক প্রাণি বলছি
আমি সেই হতভাগা যে ৪৭'এ মুক্তির স্বাদ পেতে চেয়েছিল।
আমি ৫২'তে বেঁচে যাওয়া এক নির্ভীক ভাষাসৈনিক বলছি
আমি দেখেছি সালাম-বরকত ,রফিক- জব্বার দের প্রশস্ত ঝাঁজরা বুক।
আমি ৬৬' ও ৬৯' দেখেছি।
দেখেছি একাত্তরে মুক্তির উম্মাদনায় দিগ্বিদিক ছুটে চলা মানুষ।
আমি এখনো বেঁচে আছি
আফসোস মুক্তির স্বাদ মিলেনি, এখনো অধরা।
বেঁচে আছি এক বুক তৃষ্ণা নিয়ে ছয় যুগেরও বেশি
শুধুই একটুখানি স্বাধীনতার স্বাদ নিব বলে
আমি বেঁচে আছি
অপেক্ষা এক রক্তিম ভোরের, নির্মল বাতাস আর স্বস্তির নিঃশ্বাসের।
-------------o------------
সজিব হোসেন
ইংরেজি বিভাগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রায়হান ফেরদৌস / কামরুজ্জামান রাজু